বিবাহের ওপর কর আরোপ বাতিল চেয়ে ৭ দিনের আলটিমেটাম

3 hours ago 4

বিবাহের ওপর কর আরোপ বাতিল চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী। 

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে এ আল্টিমেটাম দেন তিনি।

মানববন্ধনে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ নেতা বলেন, বিবাহ ইসলামি শরিয়তের একটি বিধান এবং এটি এবাদতের অংশ। অথচ, বিগত ফ্যাসিস্ট সরকার এই পবিত্র এবাদতের ওপর কর আরোপ করেছে, যা সম্পূর্ণরূপে ইসলামবিরোধী কাজ। এমনকি অমুসলিম দেশগুলোতেও বিবাহের জন্য ট্যাক্স নেই। একটি মুসলিম দেশে ধর্মীয় বিধানের প্রতি এটি সরাসরি আঘাত।

তিনি বলেন, আমরা এই অবিচারমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই এই অযৌক্তিক কর অবিলম্বে বাতিল করুন। বিশেষত, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের প্রতি অনুরোধ থাকবে, আগামী এক সপ্তাহের মধ্যে বিবাহের ওপর আরোপিত কর বাতিল করে জনগণকে স্বস্তি দিন। 

Read Entire Article