ছাত্র আন্দোলনে ইয়াসিন হত্যাকাণ্ডে জড়িত মোস্তাকিম গ্রেফতার

2 hours ago 6

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী মো. সাইদুল ইসলাম ইয়াসিন হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় আসামি মোস্তাকিমকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (০৬মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

গত ০৪ মার্চ রাত আনুমানিক রাত ১১টা ১০ মিনিট নাগাদ র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তাপস কর্মকার বলেন, গত বছরের জুলাই থেকে দেশব্যাপী কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ১৪ আগষ্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের শান্তিপূর্ণ কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ কিছু সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড এবং লাঠিসোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতা এবং সাধারণ জনগণের ওপর এলোপাতাড়ি মারধর করে। এ সময় ভিকটিম মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে যাত্রাবাড়ী থানার সামনে পাকা রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে সন্ত্রাসীরা। পরবর্তীতে পথচারীরা ভিকটিম ইয়াসিনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। পরে ভিকটিমের মা বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় অন্যতম এজাহারনামীয় মোস্তাকিমসহ হত্যকাণ্ডে জড়িত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামি মোস্তাকিমসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বাড়ায়।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

কেআর/এএমএ/জেআইএম

Read Entire Article