রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবি ইমাম সমিতির

4 hours ago 13

লক্ষ্মীপুরে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিতসহ পাঁচ দাবি নিয়ে মিছিল করেছেন জেলার ইমামরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ইমাম সমিতির জেলা কমিটির ব্যানারে শহরে চকবাজার জামে মসজিদ থেকে মিছিল শুরু করেন তারা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা ও ২০০৬ সালে ইমাম মুয়াজ্জিনদের জন্য গঠিত সরকারি সার্ভিস রুলসের গেজেটের বাস্তবায়ন।

ইসলামী আন্দোলনের সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, হোটেলের বাহিরে লালসালু লাগিয়ে দিনের বেলা আহার করা যাবে না। এমন দৃশ্য দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা হবে।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন বলেন, আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাচ্ছি। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দেশে প্রায় ৩ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে প্রায় ৬ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। তাদের জন্য ২০০৬ সালে সার্ভিস রুলস গেজেট করা হয়েছে। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত সেই গেজেট বাস্তবায়ন চাই।

কাজল কায়েস/এমএন/এএসএম

Read Entire Article