ঠাকুরগাঁওয়ে ৪ আগস্ট ছাত্র আন্দোলনে হামলাকারী জাহাঙ্গীর ওরফে তলোয়ার জাহাঙ্গীরকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন তিনি। পরে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণধোলাই দেন।
জাহাঙ্গীর ঠাকুরগাঁও সদর উপজেলার প্রয়াত মমতাজ উদ্দিনের ছেলে। জাহাঙ্গীর যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গত বছরের ৪ আগস্ট স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে রামদা নিয়ে তাদের ওপর হামলা চালাতে দেখা যায় জাহাঙ্গীরকে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, আমরা তার চেহারা ভালো করেই মনে রেখেছিলাম। ও আমাদের ভাইবোনদের ওপর হামলা করেছিল। আদালত এলাকায় তাকে দেখে প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু নিশ্চিত হওয়ার পর আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুল ইসলাম কালবেলাকে জানান, তার বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।