ছাত্র-জনতার ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

21 hours ago 10

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ ইসমাইল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শেখ ইসমাইল হোসেন সোনাপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত জালাল আহাম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখ ইসমাইল হোসেনকে সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। গত ৪ আগস্ট মহিপালে গণহত্যা ও ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Read Entire Article