ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা তাজু গ্রেফতার

2 months ago 35

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, মাদক কারবার, চাঁদাবাজি, দখলদারিসহ আধা ডজন মামলার আসামি যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজুকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

মঙ্গলবার (১৯ নভেম্বর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত আসামি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ধানমন্ডি থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১৪।

র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকালে সাভারের রানা প্লাজার সামনে বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তাজুল।

জানা গেছে, ২০০৫-২০০৬ সালে অস্ত্র ও মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের পর দীর্ঘদিন কারাগারে থাকতে হয় তাজুকে। এছাড়াও ২০১৪ সালে অন্য একটি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বেপরোয়া তাজুল সম্প্রতি এলাকার ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর হামলা করেন। এ অভিযোগ সাভার মডেল থানায় তাজুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আল আমিন নামের একজন ভুক্তভোগী।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘গত ৭ আগস্ট তাজুল ও তার সহযোগীরা আমার ইন্টারনেটের মেইন সংযোগ বা সাপ্লাই সংযোগের তার ও বক্সগুলো ভেঙে ফেলেন যেন লাইন সংযোগ দেওয়ায় আমার সমস্যা হয় এবং আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এ বিষয়ে গত ১৪ আগস্ট মিলিটারি ফার্মে একটি অভিযোগ দায়ের করি। এর পরদিন তাজুল ও তার সহযোগীরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে বেধড়ক পিটুনি দেন এবং প্রায় ৩০ মিনিট আমাকে আটকে রাখেন।’

টিটি/ইএ

Read Entire Article