ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

1 month ago 44
পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলর সহসভাপতি মনির শেখ ও তার লোকজনের বিরুদ্ধে।  শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট থেকে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মনির শেখের সঙ্গে ছাত্রদল নেতা আল ইমরানের কথাকাটাকাটি হয়। এর জেরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সমানে বসে ইমরানের ওপর হামলার করে। এ সময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে ইমরানের এক হাত ভেঙে ফেলে ও গুরুতর আহত করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জানান, সামান্য কথাকাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে এ হামলা করেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন জানান, যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। সামান্য বিষয়ে অমানবিক ভাবে ইমরানকে পিটিয়েছে। এ বিষয়ে জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুকে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। অন্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অভিযুক্ত মনির শেখের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি। পিরোজপুর সদর থানার ওয়ি আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article