বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ন আহ্বায়ক শাহীন ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার (৮ মার্চ) রাত ৯টায় নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে বিএনপি নেতা সালাম মৃধা ও শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে সাবেক ছাত্রদলের সভাপতি মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়।
এ দিকে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায়, বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের নেতারা বরিশাল পটুয়াখালী মহাসড়কে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।