ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ঈদের আগের রাতেও মশাল মিছিল একাংশের

2 months ago 38

রাত পোহালেই ঈদুল আজহা। অন্যরা যখন ঈদযাত্রা ও কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তখনও শরিয়তপুরে ছাত্রদলের একটি অংশ কমিটি বাতিলের দাবিতে রয়েছেন সড়কে। সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৬ জুন) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কে মশাল মিছিল করেন একাংশের নেতাকর্মীরা।

শহরের পুলিশ বক্স এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে বক্তারা বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থি। দ্রুত কমিটি বাতিল করে নতুন করে কমিটির আহ্বান জানান তারা। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ঈদের আগের রাতেও মশাল মিছিল একাংশের

ছাত্রদলের একাংশের নেতা খান বাহাদুর আফজাল নূর বলেন, গঠনতন্ত্র পরিপন্থি এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ কমিটি বাতিল করা না হবে আমরা কঠিন আন্দোলন দিতে বাধ্য হবো।

এদিকে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে কয়েকদিনে সংঘর্ষ, সড়ক অবরোধ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। রুহুল আমিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে গত চারদিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। এতে ঈদের সময় মানুষের ভোগান্তি হচ্ছে। বিক্ষোভকারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারেন। তাদের আন্দোলনের কারণে আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটির সদস্যসচিব সোহেল তালুকদার বলেন, একটি বড় সংগঠনের অনেক প্রার্থী থাকে। তবে সবাই সভাপতি কিংবা সদস্যসচিব হতে পারে না। এ নিয়ে বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। তবে জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের ছাত্র সংগঠন সমর্থন করে না। তারা প্রতিনিয়ত যে জনদুর্ভোগ সৃষ্টি করছে তা নিয়ে হাইকমান্ডকে অবগত করেছি। আশা করছি তারা এ বিষয়ে একটি ব্যবস্থা নিবেন।

বিধান মজুমদার অনি/এমএন/জেআইএম

Read Entire Article