ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ একাংশের

4 months ago 44

শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা।

বুধবার (৪ জুন) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের সামনে তারা এ বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে সড়কে যানজট দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ একাংশের

বিক্ষোভকারীরা জানায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র ও বিবাহিতদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক, যা গঠনতন্ত্র পরিপন্থি। দ্রুত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান তাদের। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বিক্ষোভকারীরা।

স্থানীয় ছাত্রদল ও পুলিশ সূত্র জানায়, শরীয়তপুরে দীর্ঘ ৩ বছর পর জেলায় ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়।

কমিটি ঘোষণার পর থেকে একটি পক্ষ সেটি বাতিলের দাবি জানায়। মঙ্গলবার বিকেলে ঘোষিত কমিটির একটি পক্ষ সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল বের করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হন। পরে তারা সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

বুধবার বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রদলের একাংশের নেতা খান বাহাদুর আফজাল নূর বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে এইচ এম জাকিরকে। তিনি একজন আইনজীবী, বাস শ্রমিক নেতা, দুই সন্তানের জনক ও সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকে ১০ বছরের বড়। এ ধরনের একজন লোক দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে, যা ন্যাক্কারজনক। এই কমিটির বিরুদ্ধে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত রাখা হবে। যতক্ষণ না এই কমিটি বাতিলের ঘোষণা করা হয়।

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ একাংশের

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে। এই কমিটির পুনর্গঠনের জন্য কিছু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। আমরা ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা বলেছি। যাতে সড়কে চলাচলকারীদের ভোগান্তি না হয় সেজন্য তাদের সড়কটি ছেড়ে দিতে বলে হলে তারা সড়ক ছেড়ে দেয়।

গতকালের দুপক্ষের সংঘর্ষে ঘটনায় মামলা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এমএন/জিকেএস

Read Entire Article