‘ছাত্রদলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে শুধু বহিষ্কার নয়, আইনি ব্যবস্থা’

2 months ago 31

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আগামী দিনে ছাত্রদলের রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হক। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাজমুল হক বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যাতে আরও ইতিবাচক ও কল্যাণকর করা যায় সেই লক্ষ্যে ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তিনি সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত করতে বলেছেন। যা অতীতেও পরিচালিত হয়েছে। শিক্ষার্থীদের মতামতের বাইরে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও কোনো রাজনীতি করবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অনেক নেতাকর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি, শোকজ করেছি। শুধু বহিষ্কার ও শোকজের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমাদের দলের পক্ষ থেকে মামলা করে তাকে গ্রেফতার করানো হয়েছে। সেই তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। আমরা শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স পলিসিতে আছি। কোনো নেতাকর্মী যদি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ছাত্রদলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে শুধু বহিষ্কার নয়, আইনগত ব্যবস্থা নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত টিম সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মো. জামিল হোসেন মুরসালিন। এছাড়া গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সিনিয়র সহ-সভাপতি রাজিউল আলম রনি প্রমুখ।

এ এইচ শামীম/জেডএইচ/এএসএম

Read Entire Article