স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদক বৃহস্পতিবার (২২ মে) তাকে তলব করেছিল। সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি দাবি করেন, একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে।
দুদকের উপ-সহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল তাকে বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে মো. মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে।
এক প্রশ্নের জবাবে মোয়াজ্জেম হোসেন বলেন, দুদক ডেকেছে তাই এখানে এসেছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ছাত্রদের টার্গেট করে এক পক্ষ এমন মিথ্যা ছড়াচ্ছে। যেমন মিডিয়াতে আমার পদত্যাগের বিষয়টি অব্যাহতি হিসেবে এসেছে। আমার বিসিএস ভাইভা দিতে হবে, একটা প্রন্তুতির বিষয় ছিল। এ কারণে পদত্যাগ করেছি। আমি ২৫ মার্চ পদত্যাগ করেছি। আমার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছে। আর দুর্নীতির অভিযোগ এরপরে এসেছে।
মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
- আরও পড়ুন
- আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না আন্দোলনকারীরা
- নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
২২ এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন। আর ২৫ এপ্রিল নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব অধিকার পরিষদ ২৭ এপ্রিল উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে। ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনটির নেতাকর্মীরা দুদকে আসেন। পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল দুদকে স্মারকলিপি জমা দেয়।
এদিকে, বুধবার (২১ মে) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি, ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে মাহমুদুল ও তানভীর তাদের বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
তাদের তলব করে ১৫ মে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা ওইদিন উপস্থিত না হয়ে বুধবার হাজির হন।
এসএম/এএমএ/জিকেএস

5 months ago
66









English (US) ·