ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন

11 hours ago 5

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে ১০ জানুয়ারি ২০২৫ থেকে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ১৭ ও ১৮ তারিখ।

গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া থেকে ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করতে আবেদন আহ্বানসহ কার্যক্রম শুরু করেছে। তাদের মধ্যে অন্যতম খুলনা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রসাশন স্কুলের ভর্তি পরীক্ষার আবেদন করতে ফি লাগবে ৭০০ টাকা। এ ছাড়া বিজ্ঞান, কলা, আইনসহ অন্যান্য সব বিভাগে ভর্তিচ্ছুদের লাগবে ১০০০ টাকা। আবেদনকারী অনলাইনে ভর্তির ফরম পূরণ করে জমা দেওয়ার সময় নির্ধারিত ফি জমা দেবেন।

jagonews24

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফি জমা দেওয়ার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অন্যদিকে জিএসটি গুচ্ছ পদ্ধততিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। গত ৮ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এএমপি/জেআইএম

Read Entire Article