ছাত্রলীগ-আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে

3 months ago 46

মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করতে গত ২৬ মার্চ মিছিলের অভিযোগে করা পল্টন মডেল থানার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ সংগঠনের চার নেতাকর্মীর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১০ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন। 

আসামিরা হলেন- তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক উপ-কৃষিবিষয়ক সম্পাদক মো. আবু হানিফ (৩১), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১০ নং ওয়ার্ডের সহসভাপতি মো. আবুল কালাম (৬০), খিলক্ষেত থানা যুবলীগের কর্মী সবুজ মিয়া (৩৭) ও ছাত্রলীগ কর্মী তুষার আহম্মেদ (২৫)।

গতকাল এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক আজিজুল হক ভূইয়া। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রোকনুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন আসামি গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা এবং নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার নিমিত্তে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাবাক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

Read Entire Article