ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

2 days ago 10

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানকে (৩০) আটক করে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে মারধর করে সদর থানা পুলিশে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বিপুল হাসান ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি ধুনট সদরের পশ্চিম ভরন শাহী গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মাস্টারের ছেলে। ২০১৮ সালে ধুনটে বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে।

এ ছাড়া বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বিপুল হাসান পলাতক ছিলেন। পরে বুধবার বগুড়া শহরে ঘোরাফেরা করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করে মারধরের পর সদর থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ছাত্রলীগ নেতা বিপুল হাসানের বিরুদ্ধে থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, গ্রেপ্তার দেখানোর পর তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article