ছাত্রলীগের বিচার দাবিতে গভীর রাতে শাহবাগ থানা ছাত্রদলের মিছিল

2 days ago 10

গণহত্যার দায়ে ছাত্রলীগের বিচার দাবি ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগ থানা ছাত্রদল।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাটাবন-হাতিরপুল-বাংলামোটর-শাহবাগ-মৎসভবন হয়ে প্রেসক্লাব-পুরানাপল্টন-জিরোপয়েন্ট হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানা ছাত্রদলের কর্মী গাজী রাসেল, বাদল, নোমান সুলতসান, আবু হানিফ, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, কর্মী রাকিব, সীমান্ত প্রমুখ।

মিছিল শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন শাহবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় শাকিল হোসেন সাদ্দাম বলেন, যতদিন এই দেশে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হবে ততদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই দেশের মাটিতে কোন ঠাঁই হবে না। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য শাহবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।

এমএইচএ/এমআইএইচএস

Read Entire Article