ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

1 month ago 7

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের সামনে নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, মুন্না সবশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ক্রীড়া উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Read Entire Article