ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

2 months ago 34

কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর একটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

কুমিল্লা মহানগর শাখার সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও হাসান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হিফজুর রহমান। এ ছাড়াও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।  

জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশসহ গোটা বিশ্ব এক গভীর সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানবতা আজ দিশাহারা। এ পরিস্থিতিতে একমাত্র রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ ও তার জীবনপন্থা অনুসরণ করাই মুক্তির একমাত্র পথ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।’ রাসুলুল্লাহ (সা.) এর জীবন যেমন ব্যক্তিগত উন্নতির জন্য অনুপ্রেরণা তেমনি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য মডেল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাসুল (সা.)-এর আদর্শকে সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করা। তার দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ একটি জাতি গঠন করতে পারি। রাসুল (সা.) তার জীবন দিয়ে মানবতার জন্য যে বিপ্লবী পরিবর্তন এনেছেন, তা ইতিহাসের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। তার শিক্ষা শুধু ধর্মীয় নয়, বরং মানবতার কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ দিশা।  

আমাদের উচিত তরুণ প্রজন্মকে তার জীবনাদর্শ সম্পর্কে জানানো এবং সে অনুযায়ী তাদের গড়ে তোলা। রাসুলুল্লাহ (সা.) এর কর্মপন্থা কেবল মুসলিম সমাজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর। আমরা যদি তার শিক্ষা যথাযথভাবে অনুসরণ করতে পারি, তবে তা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।  

অনুষ্ঠানে তিনটি গ্রুপ ক, খ এবং গ এর বিজয়ী ৩০ জনকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।  

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

Read Entire Article