ছায়ানটের শ্রোতার আসরে রাগসঙ্গীত

2 months ago 32

ছায়ানটের শ্রোতার আসরে পরিবেশিত হলো রাগসঙ্গীত। প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে নবীন শিল্পীরাও রাগসঙ্গীত পরিবেশন করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ছায়ানটের শ্রোতার আসরে রাগসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

শিল্পী সুদীপ্ত শেখর দে পরিবেশন করেন রাগপুরিয়া ধানেশ্রী। তবলায় সঙ্গত করেন বাদল চৌধুরী, হারমোনিয়ামে জোহান প্রতীক রোজারিও এবং তানপুরায় বিদিশা মন্ডল।

এ ছাড়া শিল্পী পূজা ঘোষ পরিবেশন করেন রাগ ভূপালী। তবলায় সঙ্গত করেন ইফ্‌তেখার আলম ডলার, হারমোনিয়ামে তাহসিনুল ইসলাম অর্ক এবং তানপুরায় শুক্লা জয়ধর। শিল্পী প্রিয়ন্তু দেব পরিবেশন করেন রাগ বাগেশ্রী। তবলায় সঙ্গত করেন বাদল চৌধুরী। শিল্পী শৌণক দেবনাথ ঋক পরিবেশন করেন রাগ যোগ। তবলায় সঙ্গত করেন ইফ্‌তেখার আলম ডলার, হারমোনিয়ামে মাহিয়ান কবির জোয়ার্দার এবং তানপুরায় স্বপ্না সাহা।

Read Entire Article