ছিটকে গেলেন বাংলাদেশের সহঅধিনায়ক

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। মেয়েরা দারুণ সূচনা করলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের ছেলেরা। এর মধ্যেই এলো আরেক দুঃসংবাদ। বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। থাইল্যান্ড থেকে দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইনতিশার কয়েক মাস আগে মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে খেলেছিলেন। এরপর সাফ ফুটসাল স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবেই এবার টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। টুর্নামেন্টের নিয়ম ভঙ্গের জন্য আয়োজক কিংবা স্বাগতিক দেশ নয়, বরং বাংলাদেশ দলই তাকে দলীয় কারণে বাদ দিয়েছে। যদিওবা থাইল্যান্ড থেকে দলের সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি ইনজুরিসংক্রান্ত বিষয়েই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ফুটসালে বাংলাদেশের পথ চলা নতুন হলেও স্বাধীনতার পর থেকে দেশে-বিদেশে নানা টুর্নামেন্ট খেলছে ফুটবল দল। টুর্নামেন্টের মাঝপথে এ রকম দল থেকে বাদ দেওয়ার ঘটনা খুবই বিরল। ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ব

ছিটকে গেলেন বাংলাদেশের সহঅধিনায়ক

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। মেয়েরা দারুণ সূচনা করলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের ছেলেরা। এর মধ্যেই এলো আরেক দুঃসংবাদ। বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। থাইল্যান্ড থেকে দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনতিশার কয়েক মাস আগে মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে খেলেছিলেন। এরপর সাফ ফুটসাল স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবেই এবার টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। টুর্নামেন্টের নিয়ম ভঙ্গের জন্য আয়োজক কিংবা স্বাগতিক দেশ নয়, বরং বাংলাদেশ দলই তাকে দলীয় কারণে বাদ দিয়েছে। যদিওবা থাইল্যান্ড থেকে দলের সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি ইনজুরিসংক্রান্ত বিষয়েই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

ফুটসালে বাংলাদেশের পথ চলা নতুন হলেও স্বাধীনতার পর থেকে দেশে-বিদেশে নানা টুর্নামেন্ট খেলছে ফুটবল দল। টুর্নামেন্টের মাঝপথে এ রকম দল থেকে বাদ দেওয়ার ঘটনা খুবই বিরল। ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা দলীয় আইন ভঙ্গের জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দল। তবে এ রকম সিদ্ধান্ত হওয়ার আগে শোকজ বা কারণ দর্শানোর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার কথা। এই প্রক্রিয়া অনুসরণ হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

সাফ ফুটসালে নারী দল এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে, পুরুষ দল দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করেছে। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগেই সহ-অধিনায়কের বাদ পড়ার ঘটনা দলের মধ্যে প্রভাব পড়বে কীনা তা সময়ই বলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow