ছিটকে গেলেন হ্যাজেলউড, অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

1 month ago 28

ভারতের বিপক্ষে অ্যাডিলেইড টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার। হ্যাজেলউডের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন টেস্ট ক্রিকেটে দুই নতুন মুখ- শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট।

গত বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ মিস করতে যাচ্ছেন হ্যাজেলউড।

এর আগে পার্থে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারায় ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতায় ফেরার ম্যাচে গুরুত্বপূর্ণ পেসারকে না পাওয়া নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা।

প্রথম টেস্টে অতিরিক্ত বোলিং করায় ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মিচেল মার্শেরও। সতর্কতাসরূপ ডানহাতি পেস অলরাউন্ডারের ব্যাকআপ হিসেবে আনক্যাপড আরও একজন পেস অলরান্ডার বিউ ওয়েবস্টারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে এই টেস্ট হবে দিবারাত্রির। যে কারণে খেলা হবে গোলাপী বলে। এই ম্যাচে দলে নতুনদের জায়গা দিলেও একাদশে হ্যাজেলউডের বদলি খেলার সম্ভাবনা বেশি স্কট বোলাল্ডের।

২০২৩ সালের জুলাইয়ে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে হ্যাজেলউড ইনজুরিতে পড়লে বদলি হিসেবে খেলেন বোলান্ড। ওটাই ছিল অস্ট্রেলিয়ার জার্সিতে ডানহাতি পেসারের শেষ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে ১৬ মাস পর ফের অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরবেন বোলান্ড।

ঘরের মাঠে কার্যকর বোলার হিসেবে বিবেচনা করা হয় বোলান্ডকে। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি অসি পেসার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া কামব্যাক করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

অ্যাডিলেইড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), শন অ্যাবট, ব্রেন্ডন ডগেট, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।

এমএইচ/এমএস

Read Entire Article