ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানচালক মো. শামীম হোসেন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) আশুলিয়ার বিশমাইল এলাকা এ ঘটনা ঘটে।
নিহত শামীম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ্ সিমেন্টের কাভার্ডভ্যানে করে রাজধানীসহ আশপাশে সিমেন্ট সরবরাহ করতেন।
উদ্ধারকারী রিকশাচালক সাগর আলী বলেন, সকালে যাত্রী নামিয়ে ফেরার পথে দেখি মানুষজন ভিড় করছে। গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা তাকে আমার রিকশায় তুলে দিলে আমি দ্রুত এনাম মেডিকেলে নিয়ে যাই। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, সকাল সোয়া ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় একজন চালককে আনা হয়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
শাহ্ সিমেন্ট কোম্পানির পরিদর্শক মো. হানিফ সিকদার বলেন, খবর পেয়ে হাসপাতালে আসি। শুনেছি ছিনতাইকারীরা শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তবে তার কাছ থেকে কী কী লুট হয়েছে তা এখনো জানা যায়নি।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, নিহতের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।