ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জিপিএইচের নিরাপত্তা প্রহরীদের ভাষ্য, নিহত যুবক অজ্ঞাত স্থান থেকে ছুরিকাঘাতে আহত হয়ে মোটারসাইকেল যোগে বন্দর এলাকায় এসে পড়েছেন। পরে পুলিশকে খবর দিলে বন্দর থানার টহল টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, নিরাপত্তা প্রহরী এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া সংবাদে বন্দর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিয়ার রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তখনো তিনি কথা বলছিলেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।   স্থানীয়দের ভাষ্য, বড়পুল এলাকায় ছিনতাইকারী ও গাম পার্টিদের উপদ্রব অনেক বেড়েছে। বিএসআরম, কেএসআরম, জিপিএস ইস্পাত শিল্পের স্ক্যারাপ বহনকারী বড় লরিগুলো তাদের টার্গেটে থাকে। ভাসমান দোকানি মো. রফিক নেওয়াজ বলেন, দিনে এবং রাতে চোর-ছিনতাকারী ও গাম পার্টিরা চলন্ত লরি থেকে প্রকাশ্যে স্ক্যারাপ নামিয়ে ফেলে। বড়পুল অংশে হালিশহর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিয়ার রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জিপিএইচের নিরাপত্তা প্রহরীদের ভাষ্য, নিহত যুবক অজ্ঞাত স্থান থেকে ছুরিকাঘাতে আহত হয়ে মোটারসাইকেল যোগে বন্দর এলাকায় এসে পড়েছেন। পরে পুলিশকে খবর দিলে বন্দর থানার টহল টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিয়ার রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, নিরাপত্তা প্রহরী এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া সংবাদে বন্দর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিয়ার রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তখনো তিনি কথা বলছিলেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।   স্থানীয়দের ভাষ্য, বড়পুল এলাকায় ছিনতাইকারী ও গাম পার্টিদের উপদ্রব অনেক বেড়েছে। বিএসআরম, কেএসআরম, জিপিএস ইস্পাত শিল্পের স্ক্যারাপ বহনকারী বড় লরিগুলো তাদের টার্গেটে থাকে। ভাসমান দোকানি মো. রফিক নেওয়াজ বলেন, দিনে এবং রাতে চোর-ছিনতাকারী ও গাম পার্টিরা চলন্ত লরি থেকে প্রকাশ্যে স্ক্যারাপ নামিয়ে ফেলে। বড়পুল অংশে হালিশহর থানা পুলিশের টহল টিম নিয়মিত ডিউটি করেন। আর চোর-ছিনতাইকারী এবং গামপার্টিদের আখড়া বড়পুল মোড়ে। তারা ভাসমান চা দোকানিতে সময় কাটায় এবং লরি গাড়িগুলো টার্গেট করে। পুলিশও তাদের বাধা বা গ্রেপ্তার করেছে এমন খবর নেই। খোঁজ নিয়ে জানা গেছে, বড়পুল, আগ্রাবাদ, বারিকবিল্ডিং, রসিদ বিল্ডিং এলাকায় চোর-ছিনতাইকারী এবং গামপার্টিদের আখড়া। তারা দিনদুপুরে প্রকাশ্যে গাম সেবন করে। গাড়ি থেকে স্ক্যারাপ চুরি থেকে শুরু করে, গভীর রাতে পথচারীদের কাছ থেকে ছিনতাই করে। সিএনজিচালক কাশেম জানান, দীর্ঘ ছয় বছর ধরে তিনি রাতে সিএনজিচালিত অটোরিকশা চালান। নগরীর বাদামতলী মোড়, বারিকবিল্ডং, রসিদবিল্ডিং, বড়পুল ও দুই নম্বর গেট এলাকায় চোর-ছিনতাইকারী এবং গাম পার্টিরা চলন্ত ট্রাক থেকে টুলবাক্স ভেঙে মালামাল নিয়ে যায়। এছাড়া ইস্পাত শিল্প কারখানার বড় লরিগুলো থেকে স্ক্যারাপ চুরি করে। তারা সবাই কিশোর। ব্যস্ততম সড়কে চুরি-ছিনতাইয়ের সময় তারা কী দুর্ঘটনার শিকার হবে- সে বিষয়ে তাদের খেয়াল থাকে না। বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. মনসুর বলেন, অফিসে যাওয়ার সময় আগ্রাবাদ বাদামতলীতে কিশোরদের স্ক্যারাপবাহী লরির পেছনে ছুটতে দেখি। যেভাবে তারা চলন্ত লরিতে উঠে পড়ে তা কোনো বাহিনীর প্রশিক্ষণকেও হার মানাবে। কেউ তাদের সাথে ভয়ে কথা বা বাধা দেয় না। লরি থেকে স্ক্যারাপ লোহা পড়ে প্রাইভেট গাড়িও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোযগী হতে হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী সময়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজ ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।   শনিবার রাতে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত আজিয়ার রহমান ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। তাদের কাছ থেকে ছুটে নিরাপদ স্থানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে বন্দর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালবেলাকে বলেন, রাতে জিপিএইচ ইস্পাতের নিরাপত্তা প্রহরী এবং প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে বন্দর থানার টহল টিম বন্দর এলাকায় মহিলা মাদ্রাসার সামনে থেকে আজিয়ার রহমানকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। তিনি পাঠাও চালক ছিলেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow