ছুটি ছাড়াই শিক্ষকদের কেউ ৬, কেউ ৪ বছর অনুপস্থিত!

1 month ago 10

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাজিব মিত্র। ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। ছয় বছরেরও বেশি সময় অনুপস্থিত থাকলেও কারও কাছ থেকে তিনি ছুটিও নেননি, কাউকে কিছু জানানওনি।

শুধু রাজিব মিত্র নন, তার মতো আরও আটজন শিক্ষক ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৩ আগস্ট) অধিদপ্তরের কলেজ-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ সফিউল বশরের সই করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়। নোটিশে তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

ছুটি ছাড়াই অনুপস্থিত থাকায় শোকজপ্রাপ্ত ৯ শিক্ষক
শোকজপ্রাপ্তদের মধ্যে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের তিনজন। তারা হলেন- পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মিত্র (২০১৯ সালের ১১ এপ্রিল থেকে অনুপস্থিত), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তাহমিনা আখতার (২০১৯ সালের ১৪ জুন থেকে অনুপস্থিত), উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক অপর্ণা রানী দাস (২০২৪ সালের ১৩ আগস্ট থেকে অনুপস্থিত)।

নোটিশ পাওয়া অন্য শিক্ষকরা হলেন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন হীরা (২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত), সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের পদার্থবিদ্যার প্রভাষক রোকসানা পারভীন আক্তার সম্পা (২০২২ সালের ১৬ অক্টোবর থেকে অনুপস্থিত), মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক রোকসানা আক্তার সম্পা (২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অনুপস্থিত)।

এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক মো. সাজিদ হাসান (২০২৪ সালের ১৯ এপ্রিল থেকে অনুপস্থিত), টঙ্গী সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক উম্মে কুলসুম (২০২১ সালের ১৪ জুলাই থেকে অনুপস্থিত) এবং রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক জেসমিন ফেরদাউস ২০২২ সালের ৮ জুলাই থেকে অনুপস্থিত)।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে তিনজনের মোবাইল ফোন নম্বর পাওয়া গেলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। আর স্ব স্ব কলেজের অধ্যক্ষরা ওই শিক্ষকদের কোনো ‘খোঁজ পাচ্ছেন না’ বলে দাবি করেছেন।

এএএইচ/এমএএইচ/জেআইএম

Read Entire Article