ছুটি শেষে ফিরছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় আবারও কর্মচাঞ্চল্য

2 months ago 46
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। গ্রাম থেকে ফিরছে হাজারো পোশাক শ্রমিক, মুখর হয়ে উঠছে গার্মেন্টসপাড়া। দীর্ঘ ছুটির পর শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই ফেরা শুরু হয়েছে কর্মজীবনের ব্যস্ত রুটিনে। নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা যায় দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। বাস, লেগুনা, পিকআপ, এমনকি মোটরসাইকেলেও ফিরছেন শ্রমিকরা। কেউ পরিবারসহ, কেউবা একাই; ব্যাগভর্তি ঈদের স্মৃতি, মুখে পরিশ্রমে ফেরার দৃঢ়তা। আশুলিয়ার বাইপাইলে গার্মেন্টস কারখানাগুলোর সামনে সকাল থেকে শ্রমিকদের জটলা দেখা গেছে। ছুটি শেষে কাজে যোগ দিতে আসা আব্দুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘গ্রামে মা-বাবার সঙ্গে ভালো সময় কেটেছে। এখন সময় কাজে ফেরার। শহরেই আমাদের জীবনযুদ্ধ।’ স্থানীয় গণপরিবহন চালক হাবিব জানান, গত দুদিন ধরে যাত্রী বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ফিরছেন। প্রতি ঈদের পর এমন ভিড় দেখা যায়। পোশাক শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কারখানা ইতোমধ্যে সীমিত পরিসরে উৎপাদন শুরু করেছে। আগামী দুই দিনের মধ্যে প্রায় সব কারখানা পূর্ণ উৎপাদনে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএর এক কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, ৯০ শতাংশের বেশি শ্রমিক সময়মতো কাজে ফিরবেন। ঈদের পরে দ্রুত অর্ডার বাস্তবায়নের জন্য প্রস্তুতি চলছে। শ্রম ও শিল্প বিশ্লেষকদের মতে, ঈদের পর শ্রমিকদের সঠিক সময়ে ফেরানো এবং কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে অত্যন্ত জরুরি।
Read Entire Article