ছুটিকালীন ১০০% ভাতা দাবিতে সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের আন্দোলন

4 hours ago 5

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে তারা আন্দোলন শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।

জানা গেছে, প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক একত্রিত হয়ে গার্মেন্টসটির প্রবেশদ্বারে তাদের ছুটিকালীন ভাতা ৫০% এর পরিবর্তে ১০০% দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। বর্তমানে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটিকালীন সময়ে ৫০% ভাতা দিয়ে থাকে।

আন্দোলনে অংশে নেওয়া আকলিমা নামে এক শ্রমিক বলেন, আমরা সারাবছর কর্ম করি মালিকপক্ষের জন্য। কিন্তু তারা আমাদের ছুটিকালীন ভাতা ১০০% করতে অনীহা প্রকাশ করছে। আমরা তা মানবো না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন করে যবো।

আব্দুল্লাহ নামে আরেক শ্রমিক বলেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত মাঠ ছাড়বো না।

এ বিষয়ে পি.এম নিটেক্স লিমিটেড গার্মেন্টেসের অ্যাডমিন ম্যানেজার জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা ওই গার্মেন্টসে টিম পাঠিয়েছি। শ্রমিকরা ভাতার জন্য আন্দোলন করছেন। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এম এ মালেক/এফএ/এএসএম

Read Entire Article