ছুটির মধ্যেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা

2 months ago 53

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে প্রথম দিনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ৬ শত ৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  বিএমইউর চিকিৎসক, রেসিডেন্টগণ রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করেন। প্রথম দিনের চিকৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ-খবর নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম। 

এ তথ্য জানিয়েছেন বিএমইউর উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আবু নাছের। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদের পরিদর্শনের সময় উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরিফ মোঃ আরিফুল হক, সহকারী পরিচালক (হাসপাতাল) আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ চিকৎসা সেবা প্রদান কার্যক্রমে বিএমইউর চিকিৎসক, রেসিডেন্টগণের সঙ্গে সঙ্গে বিএমইউর কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরা সহায়ক ভূমিকা পালন করেন। রোগীদের সুবিধার্থে বিএমইউর বহির্বিভাগ পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে আরও দুই দিন, ৮ জুন (রোববার) ও ১১ জুন (বুধবার) খোলা থাকবে। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।  

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বৃহস্পতিবার, রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন। 

এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। 

এদিকে  ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ করা যাচ্ছে। 

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম মহোদয়ের নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।  

আর পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে  ১৪ জুন সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং এই দিনই (১৪ জুন ২০২৫) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল সম্পূর্ণরূপে খোলা থাকবে। 

Read Entire Article