ছেলের খাবার দিতে গিয়ে লাশ হলেন বাবা

5 days ago 12

শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় আশরাফ আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় নতুন সড়কের তালিমুল কোরআন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী (৮০) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ বিল্লালের বাবা এবং স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আশরাফ তার ছেলের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় ঘাতক বাসটি শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।

Read Entire Article