রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় মো. হালিম শেখ (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। আরও দুইজন চিকিৎসাধীন।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যার কেন্দ্রে (আইসিইউ) বেড-১৭ তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের নিয়ে আসা ভাগিনা মো. সাগর আহমেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় চুলায় আগুন দেওয়ামাত্র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে এসে জরুরি বিভাগে চিকিৎসা শুরু করা হয়।
তিনি আরও জানান, দগ্ধ ব্যক্তিরা ভাটারার নতুনবাজার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে আবুল কালাম খন্দকারের টিনশেড বাসায় থাকতেন।
আরও পড়ুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নতুনবাজারের নূরের টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই নারীসহ চারজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হালিম শেখের মৃত্যু হয়।
এই চিকিৎসক আরও জানান, তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। গত ৩ জুলাই একই ঘটনায় দগ্ধ হয়ে তার ছেলে হানিফ শেখের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তাদের পরিবারের শিউলি আক্তারের শরীরের ১ শতাংশ দগ্ধ ও রহিমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/এএমএ/এমএস