ছেড়ে দেওয়া হলো সেই দুই সাংবাদিককে

2 months ago 5

কুমিল্লা থেকে নীলফামারী বেড়াতে যাওয়া দুই সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে হয় বলে শনিবার (২৮ জুন) রাতে নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান।

এর আগে, কুমিল্লা থেকে নীলফামারী বেড়াতে যাওয়া দুই সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বেড়াতে গিয়ে বিভিন্ন স্পটে ঘুরাঘুরির সময় তাদের সন্দেহবশত আটক করা হয়। শনিবার (২৮ জুন) রাতে নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

এএফএম তারিক হোসেন খান বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে একটি বিশেষ বাহিনী। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

শাহাজাদা এমরান কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি এবং তরিকুল ইসলাম তরুণ দৈনিক মানবকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাত থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়ায় এবং যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ায় শনিবার কুমিল্লা কোতোয়ালি থানায় নিখোঁজ জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শাহজাদা এমরানের স্ত্রী।

Read Entire Article