ছয় জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

6 hours ago 3
ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয়েছে। এরপর আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলে পাঠানো হয়েছে।  আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে রাফায় অত্যন্ত সুপরিকল্পিত এক অনুষ্ঠানে হামাস আবেরা মেঙ্গিস্টু এবং তাল শোহাম নামের দুই জিম্মিকে মুক্তি দেয়। এর কয়েক ঘণ্টা পরে, নুসাইরাতে একই রকম দৃশ্যের মধ্যে এলিয়া কোহেন, ওমার শেম টভ এবং ওমার ওয়েনকার্টকে হস্তান্তর করা হয়। এর পরে গাজা সিটিতে হিশাম আল-সাইদকে মুক্তি দেওয়া হয়।  আল জাজিরা জানিয়েছে, মেঙ্গিস্টু এবং হিশাম আল সাইদ যথাক্রমে ২০১৪ এবং ২০১৫ সালে গাজায় প্রবেশ করার পর আটক হয়েছিলেন। অন্যদের ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের সময় অপহরণ করা হয়েছিল।  ফিলিস্তিনি বন্দিদের মিডিয়া অফিস জানিয়েছে, এসব জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির মুখপাত্র আবদুল লতিফ আল কানু বলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তির অবশিষ্ট শর্তাবলী এবং মানবিক প্রোটোকল পূর্ণভাবে বাস্তবায়ন করে, তাহলে ভবিষ্যতে বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চুক্তির প্রথম ধাপ শুরু হওয়ার পর ৩৩ দিন পেরিয়ে গেছে, কিন্তু ইসরায়েল এখনো চুক্তির শর্তাবলি পূর্ণভাবে বাস্তবায়ন করেনি। হামাসের মুখপাত্র বলেন, গাজায় পরিস্থিতি ভয়াবহ, যা মধ্যস্থতাকারীদের ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে মানবিক প্রোটোকল বাস্তবায়ন এবং আমাদের জনগণকে আশ্রয় ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তৈরি করেছে। বিবৃতিতে গাজায় চলমান সংকট এবং মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়েছে। হামাসের এই আহ্বান ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি পূর্ণভাবে মেনে চলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও চাপপ্রয়োগের অনুরোধ জানানো হয়েছে। 
Read Entire Article