ছয় বছরের ছাত্রের গুলিতে আহত, আদালতের রায়ে চমকে গেলেন শিক্ষক

5 hours ago 7

শ্রেণিকক্ষের রিডিং টেবিলে বসা অবস্থায় শিক্ষককে গুলি করেন ছয় বছরের ছাত্র। ২০২৩ সালের জানুয়ারির ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন। ছয়টি অস্ত্রোপচার করতে হয়েছে। এখনো তার বাঁ হাত পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। বলা চলে, অনেকটা ভাগ্যের জোরে বেঁচে গেছেন ওই শিক্ষক। অল্পের জন্য তার হৃৎপিণ্ড ভেধ করেনি গুলিটি। 

এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক বিচারক সাবেক শিক্ষক অ্যাবি জর্নারকে ১০ মিলিয়ন (১ কোটি) ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর আলজাজিরা ও এবিসি নিউজের।

বৃহস্পতিবার বিচারক রায় দেন। শিক্ষক নিজেই মামলাটি করেছিলেন। ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলের সাবেক শিক্ষক জর্নারের বর্তমান বয়স ২৮ বছর। তার দাবি, শ্রেণিকক্ষে ওই ছয় বছরের ছাত্রের সঙ্গে বন্দুক আছে বলে তিনি আগেই খবর পান। খবরটি স্কুলের এক সাবেক প্রশাসককে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তাই সাবেক সহপ্রধান এবোনি পার্কারের বিরুদ্ধে ৪০ মিলিয়ন (৪ কোটি) ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। 

জর্নারের আইনজীবীদের একজন ডায়ান টসকানো বলেন, স্কুলের সাবেক সহপ্রধান পার্কার গুলির ঘটনার কয়েক ঘণ্টা আগেও কোনো ব্যবস্থা নেননি। পার্কারের কাজই হলো বিশ্বাস করা যে এটা সম্ভব। ঘটনার তদন্ত করা এবং পুরো সত্য জানার দায়িত্ব তার।

অপরদিকে গুলি চালানো ছাত্রটির মা-ও এ মামলায় দোষী সাব্যস্ত হন। তাকে আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু শিশুটির বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

Read Entire Article