ছয়দিনেও ছাড়া পাননি আরাকান আর্মির হাতে আটক ১০ জেলে

1 month ago 28

টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মি হাতে আটক রোহিঙ্গাসহ ১০ জেলে এখনো ছাড়া পায়নি। এ নিয়ে স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাছান (১৬)।

রোহিঙ্গা জেলেরা হলেন, টেকনাফ হ্নীলা ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহাম্মদ (৩৬), আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন (২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন (৩৯)।

এ বিষয়ে টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, গত ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিনচালিত নৌকায় নাফনদীর শাহপরীর দ্বীপের মোহনায় মাছ ধরতে যায়। এ সময় তারা ভুলে মিয়ানমার সীমান্ত মাছ ধরছিল। তখন আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। পাঁচদিন পরে ঘটনাটি তাদের পরিবার জানতে পেরেছেন। এখনো সাতদিন পার হলো আরাকান আর্মি আটক ছয় জেলেদের এখনো ছেড়ে দেয়নি।

শাহপরীর দ্বীপের নৌকার মাঝি জেলে মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন, আমার স্বামীসহ শাহপরীর দ্বীপের চার জেলে আজ পাঁচদিন ধরে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। আটকের একদিন পরে ফোন করে বলছে আমরা ভালো, আরাকান আর্মি আমাদের রান্না বান্না করে খাওয়া-দাওয়ার সুযোগ দিয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আশা করি আটক জেলেরা বাড়ি ফেরত আসতে পারবেন।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম

Read Entire Article