জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আচরণবিধির কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া নির্বাচনী আচরণবিধির একটা খসড়া করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জকসু নির্বাচনের আচরণবিধি প্রণয়নের প্রথম সভার পর এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
ড. মোস্তফা হাসান বলেন, আমরা ধারাবাহিকভাবে সবার সঙ্গে বসে কাজ করছি। আচরণবিধির একটা খসড়া করা হয়েছে। সেটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন নেতারা, সাংবাদিকসহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে বসে আচরণবিধি চূড়ান্ত করা হবে।
এর আগে জকসু নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন।

2 hours ago
4









English (US) ·