জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

2 weeks ago 11

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৯ ডিসেম্বর) চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে ও বিভাগে ব্যানার লাগিয়ে দেন সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান জুলাই গণহত্যার অন্যতম সমর্থনকারী। এছাড়াও তার বিরুদ্ধে অতীতে শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগ করেন। তারা বলছেন, মুর্শিদা বিনতে রহমান ক্লাসে আওয়ামী লীগবিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করতেন।

শিক্ষার্থীরা ব্যানারে উল্লেখ করেন, জুলাই আগস্টের গণহত্যার সমর্থনকারী ইতিহাস বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান। যিনি ফ্যাসিস্ট হাসিনার দোসর মুনতাসীর মামুন এবং শাহরিয়ার কবিরের অনুসারী।

এতে আরও লিখা থাকে, জুলাই বিপ্লবের সময় গণহত্যার দায় ছাত্রদের নিতে হবে বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তার অফিসে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি রেখেছেন এবং ক্লাসে শিক্ষার্থীদের ফ্যাসিস্ট হাসিনার পক্ষে নিয়মিত কথা বলেন। জুলাই বিপ্লবের সরাসরি বিপক্ষে থাকা স্বৈরাচারী হাসিনার দোসর ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এ বিষয়ে অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাঁড়া পাওয়া যায়নি।

আরএএস/এমআইএইচএস/এএসএম

Read Entire Article