জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ক্যারিয়ার মেলা ‘জব জংশন-২০২৫’ শুরু

3 hours ago 3
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘জব জংশন-২০২৫’। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি কোম্পানি অংশ নেবে। এতে নবীন স্নাতক ও তরুণ পেশাদাররা প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের জন্য আবেদন করতে পারবেন। মেলার প্রথম দিনে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির কৌশল এবং চাকরির বাজারে নিজেদের উপস্থাপনের ওপর কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কেএএম রিফাত হাসান। এ ছাড়া প্রধান মডারেটর হিসেবে ছিলেন মো. শফিকুল ইসলাম এবং মডারেটর হিসেবে ছিলেন মো. আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের আয়োজন গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা চাকরির বাজার সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবে এবং নিজেদের প্রস্তুত করতে পারবে। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
Read Entire Article