জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ‘সি’ (বিজনেস স্টাডিজ অনুষদ) ইউনিটের প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে https://admission.jnu.ac.bd এ-সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আসনবিন্যাস (কেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর) দেখতে পারবেন। প্রবেশপত্র ইতোমধ্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত রয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের https://admission.jnu.ac.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। আসনবিন্যাস সাধারণত পরীক্ষার ১-২ দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার হলে দায়িত্
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ‘সি’ (বিজনেস স্টাডিজ অনুষদ) ইউনিটের প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে https://admission.jnu.ac.bd এ-সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আসনবিন্যাস (কেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর) দেখতে পারবেন। প্রবেশপত্র ইতোমধ্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত রয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের https://admission.jnu.ac.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
আসনবিন্যাস সাধারণত পরীক্ষার ১-২ দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার হলে দায়িত্বরত পর্যবেক্ষকের কাছে প্রবেশপত্র উপস্থাপন করে স্বাক্ষর নিতে হবে এবং স্বাক্ষরকৃত প্রবেশপত্রটি সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে ভর্তির সময় এটি প্রয়োজন হবে।
প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর মিল না থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্যকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এমন কিছু পাওয়া গেলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?