জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবে : এবি পার্টি

2 months ago 42

বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার ভারতীয় ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলেছেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ মন্তব্য করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক।

বিএম নাজমুল হক বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত তাদের আসল চরিত্র প্রকাশ করেছে। তারা আমাদের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, আমাদের পতাকা পদদলিত করার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, ভারত বন্ধুত্বের যোগ্য নয়। তাদের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীকে অবিলম্বে থামাতে হবে, নতুবা এই আগুন নিভবে না।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, অ্যাম্বেসিতে হামলা এবং পতাকায় আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। আমরা ভারতকে সতর্ক করছি, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে জনগণের প্রতিবাদ আরও তীব্র হবে।

বিক্ষোভ শেষে মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমাইয়া শারমিন ফারহানা, শাহীনুর আক্তার শীলাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Read Entire Article