জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ : আমিনুল হক 

2 months ago 33
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। জনগণ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশের জনগণের প্রত্যাশা, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তাই জনপ্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচিত সরকার জনগণের কথামতো চলবে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর রূপনগরের একটি স্কুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। আজকে দেশের বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি-সেটার কারণ হলো, এখন পর্যন্ত আওয়ামী সিন্ডিকেট দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করে রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানাব, খুব দ্রুত সময়ের মধ্যে বাজারে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন।  এ সময় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Read Entire Article