চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে সৃষ্ট স্নায়ুযুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, আপনারা (ভারত) বাংলাদেশবিরোধী যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, বাংলাদেশের জনগণ আপনাদের সে উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না। জনগণ প্রয়োজনে নিজেদের বুকের তাজা রক্ত দেবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩৪নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
শরীফ উদ্দীন জুয়েল সফল কর্মিসভার আয়োজন করায় ৩৪নং ওয়ার্ড যুবদলকে অভিনন্দন জানান। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুশৃঙ্খলভাবে ঢেলে সাজানোই আজকের কর্মিসভার লক্ষ্য।
ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, জেল-জুলুমের শিকার হয়েছে এবং যারা দলীয় শৃঙ্খলা মেনে চলেছে- তাদেরই একমাত্র যুবদলে স্থান হবে।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘একজন প্রকৃত কর্মী চেনা যায় দুই সময়ে। দুঃসময়ে যে ছেড়ে যায় না এবং সুসময়ে যে চরিত্র হারায় না।’ ৫ আগস্ট হাসিনা সরকারের পলায়নের পর যারা চরিত্র হারায়নি, তারাই যুবদলে প্রাধান্য পাবে।
তিনি অনুপ্রবেশকারী-হাইব্রিডদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুবদলে তাদের স্থান হবে না। সে সঙ্গে তিনি আরও যোগ করেন, আমাদের মধ্যে কেউ যদি অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জুয়েল বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয় আছে। তারা বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
যুবদলের নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, আপনারা যেভাবে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে অবশেষে ৫ আগস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা অর্জন করেছেন, ঠিক তেমনি হাসিনার দোসরদের বিরুদ্ধেও আপনারা যুদ্ধ ঘোষণা করেন।
বিএনপির মূলশক্তি বাংলাদেশের জনগণ উল্লেখ করে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন জুয়েল।
সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনদুর্ভোগের সৃষ্টি হয়- কেউ যদি এমন কোনো কাজে সম্পৃক্ত হয়, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কর্মিসভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অতিদ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।
কর্মিসভায় আরও বক্তব্য দেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।