ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রাখল বাংলাদেশ

13 hours ago 3

ভারত ও বাংলাদেশের সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্ত গত রোববার বিপিসির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনআরএল থেকে নিয়মিত পরিশোধিত তেল আমদানি করে বিপিসি। ২০১৬ জানুয়ারি থেকে এই তেল ট্রেনের মাধ্যমে বাংলাদেশে আসছে।

বিপিসি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ ডিজেল আমদানি হবে। এর মূল্য হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

এ বছর বিপিসির জ্বালানি তেল প্রয়োজন ৭৪ লাখ টন। এর মধ্যে ডিজেল প্রয়োজন ৪৬ লাখ টন। ডিজেলের ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়। বাকি অংশ স্থানীয় রিফাইনারি থেকে পাওয়া যায়। 

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল। 

Read Entire Article