​জনতা ব্যাংকের পর্ষদে আওয়াল সরকার-খবির উদ্দিন, আসাদউল্লাহকে অব্যাহতি

2 weeks ago 15

মোহাম্মদ আসাদউল্লাহকে জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে আব্দুল আওয়াল সরকার এবং এ কে এম খবির উদ্দিন চৌধুরীকে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনায় সই করেছেন উপসচিব আফছানা বিলকিস। ৯ ডিসেম্বর তিনটি নির্দেশনাতেই সই করেছেন তিনি।

মোহাম্মদ আসাদউল্লাহকে অব্যাহতি দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে আব্দুল আউয়াল সরকারকে ব্যাংকটির পরিচালক করার সংক্রান্ত আদেশে বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে আব্দুল আউয়াল সরকারকে তার যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।

এ কে এম খবির উদ্দিন চৌধুরীকে জনতা ব্যাংকের পরিচালক করার জন্য দেয়া আদেশেও একই তথ্য উল্লেখ করা হয়েছে।

 

এমএএস/এসআইটি

Read Entire Article