জনপ্রিয় গাড়ি কাইগারের ফেসলিফ্ট আনলো রেনোঁ

2 weeks ago 11

জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা সংস্থা রেনল্ট। সংস্থার জনপ্রিয় একটি এসইউভি হচ্ছে কাইগার। এটি একটি সাব-কমপ্যাক্ট ক্রসওভার এসইউভি। এবার এর ফেসলিফ্ট আনলো সংস্থা। নতুন কাইগারে কসমেটিক পরিবর্তন আনা হয়েছে।

গাড়ির অভ্যন্তরীণ অংশে নতুন লুক ডিজাইনের সঙ্গে আপডেট আপনার চোখে পড়বে। যদিও আগের থেকে বাড়ানো হয়নি কেবিন স্পেস। ৬টি এয়ারব্যাগ এখন স্ট্যান্ডার্ড, যদিও এটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ভেন্টিলেটেড সিটের মতো বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে।

কাইগারকে এখন আগের থেকে আরও শার্প দেখাচ্ছে। এতে নতুন হেডল্যাম্প ডিজাইন ও গ্রিল দিয়েছে কোম্পানি। নতুন রেনল্ট লোগো ও আলাদা বাম্পার পাবেন গাড়িতে। এমনকি ১৬ ইঞ্চি ডুয়াল টোন অ্যালয়গুলিও নতুন। কাইগারকে সবসময় শার্প দেখায়, তবে এই পরিবর্তনগুলো গাড়ির সামগ্রিক ডিজাইন ল্যাঙ্গোয়েজ পরিবর্তন না করে এটিকে আরও আধুনিক তৈরি করেছে।

নতুন কাইগারের ইঞ্জিন লাইন-আপ হল ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ১.০ লিটার, এএমটি ও ম্যানুয়াল সহ সিভিটি ও ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে গাড়িতে। যেখানে আপনি পাবেন টার্বো পেট্রোল ১.০ লিটার।

চারটি ট্রিম অফার করা হচ্ছে - অথেনটিক, ইভোলিউশন, টেকনো এবং ইমোশন। নতুন রঙটি আকর্ষণীয় ও স্পোর্টি লুক দিচ্ছে। নতুন কাইগার টার্বো পেট্রোল রেঞ্জের দাম শুরু হচ্ছে ৯ লাখ ৯৯ হাজার রুপি। যেখানে টপ-এন্ড সিভিটির দাম ১১ লাখ ২ হাজার রুপি।

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

Read Entire Article