কলকাতার জনপ্রিয় রক ব্যান্ড ফসিলস। দলটির সাবেক সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস মারা গেছেন। রোববার (১২ জানুয়ারি) ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। তার মুত্যুর বিষয়টি একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। চন্দ্রমৌলি ফসিলসের হয়ে বেজ গিটার বাজাতেন।
চন্দ্রমৌলির মৃত্যুর খবরে কলকাতার সংগীতমহলে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ফসিলসের অসংখ্য ভক্ত।
২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফসিলসের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে ‘গোলক’ ও ‘জম্বি কেজ কন্ট্রোল’ নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি।