জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

2 months ago 9

নতুন করে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ সংক্রান্ত বার্তা পাঠান।

এতে বলা হয়, কোভিড ১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

এসইউজে/এমকেআর/জেআইএম

Read Entire Article