ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। যিনি অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সরব থাকেন সোশ্যাল মিডিয়ায়। প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন এই সুন্দরী; কিন্তু এবার ঘটল অন্যরকম একটা ব্যাপার।
নিজের জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন পরীমণি। সেই ছবিগুলোতে দেখা যায়, কেক হাতে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এই নায়িকা।
ছবির ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’
পাশাপাশি নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

1 week ago
13









English (US) ·