মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

15 hours ago 6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। 

সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি নিজেই মামলাটি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।

তিনি অভিযোগে করেন, তার একটি ছবিকে বিকৃত করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি ঘটিয়েছে এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে।

এজহারে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আমি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখিত ঘটনা দেখতে পাই। এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। উক্ত ঘটনার বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এবং আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হইল।

অতএব, উক্ত বিবাদীগণের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

Read Entire Article