জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

2 hours ago 5

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের ৪১তম জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পল্টনে মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। 

জন্মদিনে দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, এখনও আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

তিনি আরও বলেন, দেশের অসংখ্য মানুষকে অনাহারে রেখে জন্মোৎসব পালন করতে আমার মন সায় দেয় না। পরিবার ও সংগঠনের সাথীরা ভালোবেসে আয়োজন করে, তাদেরকেও মানা করা যায় না। জন্মদিন মানে মৃত্যুর দিকে আরেক কদম এগিয়ে যাওয়া। মৃত্যুর আগে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এই আমার জন্মদিনের প্রতিজ্ঞা। মহান রাব্বুল আলামিন আমার জীবনকে দেশের জন্য কবুল করুক, আমিন।

এ সময় শুভেচ্ছা জানান- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। 

আরও শুভেচ্ছা জানান, জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ সৌরভসহ বিভিন্ন নেতাকর্মীরা।

Read Entire Article