জন্মাষ্টমী উদযাপন পরিষদে চন্দন সভাপতি, আরকে রুপু সম্পাদক

3 months ago 9

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির (১৪৩২-১৪৩৪) নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আরকে দাশ রুপু দায়িত্ব গ্রহণ করেছেন। 

সম্প্রতি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন দাপ্তরিক কাগজপত্র নির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন আরকে দাশ রুপুর হাতে তুলে দেন। 

দায়িত্ব নিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা ও অর্থ সম্পাদক হিসেবে রতন আচার্যের নাম অন্তর্ভুক্ত করেন। পরে তাদের সেই চিঠি হস্তান্তর করেন। 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের নেতারা সব সনাতনীদের ধন্যবাদ জানান। সংগঠনের জন্মলগ্ন থেকে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। 

উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Read Entire Article