জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

1 week ago 13

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম নগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা হচ্ছে। শোভাযাত্রা চলাকালীন কিছু সড়কে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা বলেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সড়কে ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার তথ্য দিয়েছে সিএমপি। পাশাপাশি জন্মাষ্টমীর শোভাযাত্রায় চট্টগ্রাম নগরীর কিছু সড়ক এড়িয়ে চলতে যানবাহন ব্যবহারকারী ও চালকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, শনিবার (১৬ আগস্ট) কে বি আবদুস সাত্তার রোডের মুখ থেকে গুডস হিল, চেরাগী পাহাড়, বৌদ্ধ মন্দির, সিনেমা প্যালেস ও দারুল উলুম রোড়ের সংযোগ স্থলে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে এসব সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

শোভাযাত্রাটি আন্দরকিল্লা জেএম সেন হল থেকে আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট মোড়, লালদিঘির পাড়, সোনালী ব্যাংক মোড়, কোতোয়ালী থানা মোড়, নিউ মার্কেট, আমতল, রাইফেলস ক্লাব, বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা), ডিসিহিল, বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হলে এসে শেষ হবে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়।

Read Entire Article